পাবনার চাটমোহরে বজ্রপাতে রমিজ আলী (৩৫) এবং শাকিল আহমেদ (৩৪) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত কৃষি শ্রমিক হলেন,চাটমোহর উপজেলার ছাইকোলা নদীপাড়া এলাকার মনি মাঝির ছেলে রমিজ আলী এবং মনির মন্ডলের ছেলে শাকিল আহমেদ।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পাঁচ বেতুনয়ান মাঠে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত দুজন সম্পর্কে চাচা ভাতিজা।
জানা গেছে,শাকিল আহমেদ ও রমিজ আলীসহ ১২ জন কৃষি শ্রমিক ধানকাটার জন্য বেতুয়ান গ্রামে যান। ঘটনার সময় তারা মাঠের মধ্যে ধান কাটছিলেন। এমন সময় ঝড় বৃষ্টি শুরু হলে তারা সকলে মিলে মাঠের মধ্যে অবস্থিত উন্মুক্ত একটি ঘরে অবস্থান করে। এসময় তাদের ঘরের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই দু’জন মারা যান এবং আহত হয় ১১জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষনা করেন। আহত ১১জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর দিকে বিশাকোল মাস্টারপাড়া ও ভবানীপুর গ্রামে আরো ৩জন শিক্ষার্থী বজ্রপাতে আহত হয়েছেন। তাদের সকলকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
০১৮৬১-৫৩৫৫৬৭