পাবনার চাটমোহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকেলে সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল মাঠ বালুচরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে চাটমোহর পৌরসভা দল ও মূলগ্রাম ইউনিয়ন ফুটবল দল। নির্ধারিত সময় পৌরসভা ও মুলগ্রামের মধ্যে খেলা ১-১ গোলে ড্র ছিল। পরে ট্রাইবেকারে শিরোপা নির্ধারণ হয়। ট্রাইবেকারে মূরগ্রাম ৪-৩ গোলে পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ,উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ,থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার,যুব উন্নয়ন কর্মকর্তা আঃ হালিম,ছাইকোলা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু,ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান শামীম হোসাইনসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।