চাটমোহর( পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর মাছের আহরণোত্তর ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পুকুরের সুফলভোগীদের মাঝে ইনসুলেটেড ফিস বক্স বিতরণ করা হয়েছে৷
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সুফলভোগীদের মাঝে ইনসুলেটেড ফিস বক্স বিতরণ করা হয়৷
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, সহকারী প্রোগ্রামার আব্দুল আল নোমান, উপজেলা সমবায় কর্মকর্তা মুর্শিদা খাতুন সহ মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন আজকের পত্রিকাকে জানান, মাছের আহরণোত্তর ক্ষতি হ্রাস ও মাছের গুনগত মান বজায় রাখার জন্য ২০ টি পুকুরের সুফলভোগী গ্রুপের মাঝে ৪০ টি ইনসুলেটেড ফিস বক্স বিতরণ করা হয়৷