চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের করকোলা গ্রামের নীরেন দাস ও অনিতা রানী দাসের নয় বছর বয়সী মেয়ে সীমা দাস পানিতে ডুবে মারা গেছে।
সোমবার ১৪ অক্টোবর দুপুর একটায় স্থানীয় জলাশয়ে সকলের অজান্তে পানিতে ডুবে যায়। পরে তার মৃত: দেহ উদ্ধার করা হয়। বর্তমানে বাড়িতে এবং গ্রামে শোকের ছায়া আর আহাজারি চলছে।
মেযেটি করকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়তো।