শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

রিপোটারের নাম : / ২৬০ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

চাটমোহর ,পাবনা : দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সোমবার (৩১ জুলাই) পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ. তানজিনা খাতুন।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে সোমবার সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর অভিযান পরিচালনা করে।
অভিযান উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ডিকশীবিল থেকে প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকা মূল্যমানের কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত পুড়িয়ে ধ্বংস করা হয়। সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল মতিন, খামার ব্যবস্থাপক আব্দুল খালেকসহ থানা পুলিশের সদস্য এ সময় উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল মতিন জানান, ১৯৫০ সালের মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইনে ডিকসির বিল থেকে প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকা সমমূল্যের কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ