চাটমোহর(পাবনা) প্রতিনিধি :
পাবনার চাটমোহরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। মে দিবসের কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।দিবসটি পালনে জাতীয় শ্রমিক লীগ চাটমোহর উপজেলা ও পৌর শাখা শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
সোমবার (১ মে) সকালে চাটমোহর ডাক বাংলো চত্বরে কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ মকবুল হোসেন এমপি।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি মেম্বার সুরুজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়া। এসময় আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু,উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,আবুল কালাম আজাদ,ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন,ইউপি চেয়ারম্যান আকতার হোসেন,ইউপি চেয়ারম্যান শাহ আলম,আওয়ামী লীগ নেতা শাহ আলম প্রাং,এস এম ওয়াহেদ আলী,অধ্যক্ষ এম এ মতিন,যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম,পৌর শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম মনির,ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমু প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবস টি পালনে চাটমোহর কুলি মজুর ইউনিয়ন ও রং মিস্ত্রি সমবায় সমিতি পৃথকভাবে শোভাযাত্রা বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সেখানে আলোচনাসভাও হয়েছে।