চৈত্রের শেষের দিকে তীব্র তাপদাহে পুড়ছে জনজীবন। সারা দেশের মতো পাবনার চাটমোহরে টানা কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ , শিশু ও বৃদ্ধরা।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২০ এপ্রিলের পর বৃষ্টি হতে পারে। সেই পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।চলমান তাপপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টি না থাকায় আরও সপ্তাহখানেক মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। এ সময় কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
সোমবার (১০এপ্রিল) বেলা ৩টায় চাটমোহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
গত এক সপ্তাহ ধরে চাটমোহরের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপদাহে রোজাদারদের কষ্টও বেড়েছে। খেটে খাওয়া সাধারন মানুষরাও পড়েছেন বিপাকে। তীব্র তাপদাহে কেউ স্বাভাবিক কাজবাজ করতে পারছেন না।
কৃষক রায়হান ও আলীম বলেন, তীব্র গরমে কোন কাজবাজ করতে পারছি না। একদিকে রোমজান মাস অন্যদিকে খুব গরম , জীবন এক্কেবারে শেষ ! একটু বৃষ্টি হলে তৃপ্তি পেতাম” ।
কৃষিতে দেখা দিয়েছে সেচ সংকট। শুকিয়ে যাচ্ছে ধানের খেত। কিন্তু বৃষ্টি ঝরানো মেঘের সম্ভবনা নেই। তীব্র গরমে কাজ করতে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক ও শ্রমজীবী মানুষ।
পাবনা ঈশ্বরদী আবহাওয়া অফিস জানিয়েছে, চাটমোহর সহ জেলার উপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে তবে মাঝারি তাপদাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। সূর্যের প্রখরতার কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। দিনের ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা ২১ থেকে ৩৮ ডিগ্রির মধ্যেই ওঠানামা করবে। তবে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও উঠে যেতে পারে।