‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ শ্লোগানকে সামনে রেখে পাবনার চাটমোহর উপজেলায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
সোমবার(১৮ আগস্ট) সকালে উপজেলার বড়াল নদীর খেয়া ঘাট অংশ রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে মৎস্য চাষি, মৎস্যজীবি, মৎস্য আড়ৎদার, মৎস্য খাদ্য বিক্রেতাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেলালুল রহমান জুয়েল, মৎস্যজীবি প্রতিনিধি আবু রায়হান, মৎস্যচাষি প্রতিনিধি রবিউল করিম৷
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল মতিন, মেডিকেল অফিসার আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল মতিন বলেন, অভয়াশ্রম গড়ে তুললে দেশি মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত হবে। এতে যেমন জীববৈচিত্র্য টিকে থাকবে, তেমনি দেশি মাছে ভরবে দেশের বাজার। তাই সকলকে মৎস্য সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, চলনবিল যেন আগের অবস্থায় ফিরে যায়, মৎস্য সম্পদে ভরপুর হয়, চলনবিলের মৎস্য সম্পদসহ জীব বৈচিত্র্য রক্ষা পায়, সেব্যাপারে উপজেলা প্রশাসন সদা তৎপর৷
অনুষ্ঠান শেষে উপজেলার ৩ জন শ্রেষ্ঠ মৎস্য খামারি, মৎস্য খাদ্য বিক্রেতা ও মৎস্য সংগঠককে সম্মননা প্রদাণ করা হয়।