পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ডিকসির বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিকেলে থেকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
জানা গেছে, চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ফৈলজানা ইউনিয়নের ঐতিহ্যবাহী ডিকসির বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়।পরে জব্দকৃত জাল বিলের পাড়ে জনসম্মূখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, সহকারী প্রোগ্রামার আবদুল্লাহ আল নোমান সহ চাটমোহর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী টিএনবিকে জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এ অভিযান চালানো হয়। এ অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।