চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ইউনুস আলী (৫০) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (৯ জুন) সকালে ইউনুস আলী তার মনোহরী দোকানে সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খায়। বমি করা শুরু করলে লোকজন এসে তাকে জিজ্ঞাসা করায় সে বলে গ্যাস ট্যাবলেট খেয়েছি। দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসা হলে ডাক্তার পাবনায় পাঠান। পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ইউনুস আলী প্রতিবন্ধী। পারিবারিক কলহের কারণে সে
আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। চাটমোহর থানায় ইউডি মামলা হয়েছে।