পাবনার চাটমোহরে “ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ( ১২ মে) সকালে চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে (বালুচর খেলার মাঠ) এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা উইকেট রক্ষক খালেদ মাসুদ পাইলট।
মিশুক ক্রীড়া চক্রের সভাপতি আবুল কালাম আজাদ বাবলুর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাটমোহর পৌর সভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো । বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মমতাজ মহল।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৮টি ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। মিশুক ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আইসিসির নিয়ম অনুযায়ী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার দ্বারা পরিচালিত হবে।