পাবনার চাটমোহরে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে চাটমোহরস্থ ডি এ জয়েন উদ্দিন স্কুলের ডাঃ শহীদুল্লাহ হলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি সৌমিত্র কর্মকার সিল্টু। অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন,সহকারী শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম,সহকারী শিক্ষা অফিসার মোঃ ফরিদুজ্জাস,সহকারী শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাংবাদিক জাকির সেলিম। অনুষ্ঠানে চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার ১১টি কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট,সনদপত্র ও প্রাইজবন্ড দেওয়া হয়।
উল্লেখ্য যে, অধ্যাপক জাকির সেলিম এর একমাত্র ছেলে সাদমান সামিন রোহান ২০২৩ সালে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। আজকের অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী হিসেবে সাফল্য সংবর্ধনা পেয়েছে।