চাটমোহরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং “ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলীর সঞ্চালানায় মুজিবনগর দিবসের তাৎপর্য,বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রেক্ষাপট তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য দেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,সহকারী কমিশনার (ভূমি) মোছা.তানজিনা খাতুন,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিক,উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ,চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন সরকার,ছাইকোলা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু,অধ্যক্ষ শরিফ মাহমুদ সরকার সঞ্জু,প্রেসক্লাবের আহ্বায়ক রকিবুর রহমান টুকুন প্রমূখ। এ সময় জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,সাংবাদিকসহ সুধিজন উপস্থিত ছিলেন।