চাটমোহর পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহর (৮ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্যে চাটমোহর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা।
বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমূখ।
এদিকে বেসরকারি সংস্থা এলডিও’র উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভূমিহীন নেতা সানোয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, প্রভাষক হাসনা হেনা পারভীন, রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, এলডিও’র নির্বাহী পরিচালক নূরে আলম মঞ্জু প্রমূখ।
এছাড়া বেসরকারি সংস্থা মানবমুক্তি সংস্থার আয়োজনে উপজেলার হান্ডিয়াল আদিবাসী পল্লীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।