বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে পাবনার চাটমোহরে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজন করা হয়।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বের হয় আনন্দ শোভাযাত্রা। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাটমোহর পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু,মোঃ আঃ মমিন,উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টার সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম,ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির খান,সাধারণ সম্পাদক,মেহেদী হাসান হিমু,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম মনির,সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন,জাতীয় শ্রমিক লীগের সভাপতি শরিফুল ইসলাম,মহিলা আওয়ামী লীগের আহবায়ক বেগম সাজেদা রহমান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,শেখ হাসিনার মিশন ভিশন বাস্তবায়নে চাটমোহর উপজেলা আওয়ামী লীগ মাঠে থেকে কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণেন মাঝে তুলে ধরতে হবে। তাহলে জনগণই শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করবেন। বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার হাত ধরে।
বক্তারা বলেন,আজ একটা দল বা গোষ্ঠি নির্বাচন করতে চায় না। সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি জামায়াতের সকল অপচেস্টা ঐক্যবদ্ধব্বে রুখে দেয়া হবে। এজন্য সর্বস্তরের নেতা-কর্মীদৈর প্রস্তুত থাকতে হবে।