পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
২৩ অক্টোবর সোমবার উপজেলার হান্ডিয়াল,নিমাইচড়া ও পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করাসহ মতবিনিময় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আঃ হামিদ মাস্টার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম,এএসপি (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন,থানার ওসি মোঃ সেলিম রেজা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম,ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ,সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সরকার, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,খন্দকার মাহবুব এলাহী বিশু,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান রবিউল করিম,নিমাইচড়া ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি,আওয়ামী লীগ নেতা শাহ আলম প্রাং,যুবলীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম,পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী প্রমুখ।