বিশেষ প্রতিনিধি, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের চিকনাই নদীর কাঠগড়া এলাকায় অবেধ সোঁতিবাঁধ স্থাপন করে মৎস্য নিধন করা হচ্ছে। এলাকাবাসী জানান,এলাকার প্রভাবশালী কতিপয় ব্যক্তি একটি রাজনৈতিক দলের পরিচয়ে নদী দখল করে অবৈধ সোঁতিবাঁধ স্থাপন করেছেন। সোঁতিবাঁধ স্থাপনের ফলে বিলের পানি নিষ্কাশনে বাধার সৃষ্টি হচ্ছে। ফলে চলতি রবি মৌসুমে কৃষকের আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকার প্রভাবশালী বাচ্চু গং দীঘদিন ধরে অবৈধ সোঁতিবাঁধ স্থাপন করে মৎস্য নিধনে মেতে উঠলেও উপজেলা প্রশাসন কিংবা মৎস্য বিভাগ এ ব্যাপারে উদাসীন। অভিযোগ জানিয়েও এলাকার কেউ কোন প্রতিকার পাচ্ছেনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়,বাচ্চু গং চিকনাই নদীর মাঝে সোঁতিবাঁধ স্থাপন করে নির্বিঘ্সে মাছ ধরছে। পানি বের হতে সময় লাগছে। পানি প্রবাহে বাধার সৃষ্টি করায় রবিশস্য আবাদ নিয়ে দুশ্চিস্তায় পড়েছেন এলাকার কৃষক। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কৃষক জানান,কোন কিছু বলা যাচ্ছেনা। কারণ তারা দলের লোক।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন অবৈধ এই সোঁতিবাঁধ উচ্ছেদ করার কথা বললেও,তা আরবাস্তবায়ন হয়নি। আদৌও এই অবৈধ সোঁতিবাঁধ অপসারণ করা হবে কিনা,তা কেউ বলতে পারছেন না। কারণ সোঁতিবাঁধ স্খাপনকারী বাচ্চুকে উপজেলা মৎস্য অফিসে একাধিকবার দেখা গেছে।