মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাঞ্চল্যকর জুঁই হত্যা মামলায় আটক ৫ 

চাটমোহর প্রতিনিধি : / ১৬ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Oplus_131072

চাটমোহর, পাবনা:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চাঁন্দাই ইউনিয়নের বড় গারফা গ্রামের জাহিদুর রহমানের মেয়ে আকলিমা খাতুন জুঁই হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের গড়ফা গ্রামের আয়নাল হকের ছেলে শেখ সাদি (১৬), দুলাল হোসেনের ছেলে শাকিব (১৬), সুলতান হোসেনের ছেলে সোহেল রানা (২৫) , দিয়ারগাড়ফা গরমাটি গ্রামের শাহীন আলমের ছেলে সিয়াম(১৩) চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবদুল্লাহ (১৬)।

রবিবার( ২০ এপ্রিল) দুপুর ১২ টায় চাটমোহর থানায় এক প্রেস বিফিং করেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মঞ্জরুল ইসলাম। তিনি বলেন গত ১৪ এপ্রিল বিকেলে শিশু আকলিমা খাতুন জুঁই তার দাদীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যায় জুঁই দাদীর বাড়ি থেকে চলে আসলেও বাড়িতে আর ফেরেনি। পরের দিন সকালে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের আফজাল হোসেনের ভুট্টা ক্ষেতে জুঁইয়ের মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে জুঁইয়ের মা মোমেনা খাতুন চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।ঘটনার পর থেকেই চাটমোহর ও বড়াইগ্রাম থানা পুলিশ হত্যার সূত্র উদঘাটনে নেমে পরেন। মাত্র ৪ দিনের ব্যবধানে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। 

ওসি আরোও জানান, শিশুটিকে গনধর্ষনের পর  শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। গ্রেফতারকৃতরা ধর্ষণ ও হত্যাকান্ডের সাথে জড়িত বলে শিকার করেছেন।

গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে পাবনার আদালতে প্রেরণ করা হলে তারা ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন । 

উল্লেখ্য গত ১৪ এপ্রিল বিকেলে দাদির কাছে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় শিশু জুঁই। তারপর থেকে তার কোন খোঁজ পায়নি পরিবার। পরদিন ১৫ এপ্রিল বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যা করার তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জেএস/চাট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ