বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনী নিয়ে রচিত ‘খালেদা জিয়া: এ বায়োগ্রাফি অব ডেমোক্রেসি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি লিখেছেন অধ্যাপক কাজী কাইউম শিশির।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এ সময় বইটির লেখকসহ আরও উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি জয়নুল আবেদীন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ।