শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উৎসবমুখর পরিবেশে ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোটারের নাম : / ৩১৮ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
বড় বেলাই ক্লাবে উৎসবমুখর পরিবেশে ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বড় বেলাই গ্রামে ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল খেলা ২০২৩ উৎসবমুখর পরিবেশে সুসম্পন্ন হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) রাত আট ঘটিকার সময় বড়বেলাই ফার্মার অ্যাক্টিভিটিস ডেভেলপমেন্ট সোসাইটি ক্লাবে এই ফাইনাল ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল কেরাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মোঃ শহিদুল ইসলাম ও মোহাম্মদ আব্দুস সোবাহানের দল এবং রানারআপ হন মোঃ জাকিরুল ইসলাম ও মোঃ আনোয়ার হোসেন বাবুর দল।

গ্রুপ পর্ব থেকে শুরু করে এই প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করেন। আজকের এই ঈদুল ফিতরের বাড়তি বিনোদন ফাইনাল খেলা দেখতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলোয়ারদের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়।

খেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেন প্রভাষক মোঃ শফিকুল ইসলাম শাহীন ও প্রভাষক মোঃ আব্দুর রউফ।
অনুষ্ঠানে মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রতিযোগিতায় চাম্পিয়ান রানারআপ এবং খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সাংবাদিক ও সহকারী অধ্যাপক জাকির সেলিম বলেন, অনেকদিন হলো বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে গ্রাম বাংলা থেকে ঐতিহ্যবাহী খেলা গুলো ধীরে ধীরে উঠে যাচ্ছে। ঈদের আনন্দ কে আরো প্রাণবন্ত করতে আজকের এই কেরাম প্রতিযোগিতা একটি অনন্য সংযোজন। আমার মনে হয় অনেক দিন পর দর্শকরা নতুন করে ক্যারাম খেলার আনন্দ উপভোগ করল। তিনি বিশেষ করে খেলা পরিচালনা কমিটির সুন্দর বিনোদনমূলক আয়োজনকে সাধুবাদ জানান। এই ক্যারাম প্রতিযোগিতা ধারাবাহিকভাবে ধরে রাখারও অনুরোধ জানান। এতে করে নতুন প্রজন্মের কাছে উৎসাহ ও উদ্দীপনা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম (শিক্ষক), মোঃ আবু সায়েম প্রধান শিক্ষক, অত্র ক্লাবের সভাপতি এবং সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জোহা, ইউসেপ কর্মকর্তা আরিফুল ইসলাম, জাকিরুল, শামসুজ্জামান, ওমর ফারুক প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ শফিকুল ইসলাম শাহীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ