বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

রাজু আহমেদ সাহান : / ৯৪ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Oplus_131072

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে সুজন মাহমুদ (১৭)। নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের কালিয়া‌কৈড় গ্রামের এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই ইউনিয়নের কালিয়া‌কৈড় গ্রামের মোঃ নবীনূরের ছেলে ও কালিয়াকৈর কলেজের ২য় বর্ষের ছাত্র। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবার সূত্রে জানা যায়, মোহনপুর হাট থেকে ধান বিক্রি করে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাড়িতে ফিরছিল কিশোর সুজন মাহমুদ। ফেরার পথে কালিয়াকৈড় নামক স্থানে শাহিন মন্ডলের বাড়ির উঠানে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে 

সুজন আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর ইউনিয়নের সংরিক্ষত ১,২,৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাকসুদা শারমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেটি স্থানীয় কলেজ এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তাঁর এমন মৃত্যু খুবই দুঃখজনক। 

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বজ্রপাতে কিশোর নিহত হবার খবর নিশ্চিত হওয়া মাত্রই আমি বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করেছি। নিহতের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়ে কোন নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ