রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগে স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি : / ১০ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

কবরস্থান থেকে ৭ মৃত ব্যক্তির কঙ্কাল চুরি হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের নগর কয়ড়া কবরস্থানে। শুক্রবার দিবাগত রাতে কে বা কাহারা রাতের অন্ধকারে ৭ মৃত ব্যক্তির কঙ্কাল চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করছে তাদের স্বজনেরা। এ ঘটনাটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। আতঙ্কিত হয়ে পড়েছে মৃত ব্যক্তির স্বজনেরা। এব্যাপারে জানাজানি হলে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান দ্রুত কবরস্থান পরিদর্শনে যান।

কবরস্থান থেকে যে সমস্ত মৃত ব্যক্তির কষ্কাল চুরি হয়ে গেছে তারা হলেন- কৃষ্টপুর কয়ড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন মন্ডল, মৃত হারুন অর রশীদ, রুবেল সরকার, কয়ড়া চরপাড়া গ্রামের মৃত মনু সরকার, মৃত রহমত সরকার, মৃত সানোয়ার শেখ ও একই গ্রামের নুরুল হকের আম্মা নুরজাহান খাতুন। 

স্থানীয়রা জানান, প্রতি সপ্তাহের ন্যায় শুক্রবার সকালে ফজর নামাজ শেষ করে মুসল্লীরা কবর জিয়ারত করার জন্য কবরস্থানে যায়।  গিয়ে দেখে একসাথে ৭টি কবর খোঁড়া এবং পলিথিন বাঁশ এলোমেলো। পরে ভিতরে ঢুকে দেখতে পান খোঁড়া কবরগুলোতে কোন লাশ নেই। এরপর বিষয়টি জানাজানি হলে গ্রাম জুড়ে নেমে আসে শোক ও ক্ষোভের ছায়া। দীর্ঘদিন ধরে এ কবরস্থানে স্বজনদের কবর দিয়ে আসছিলেন এলাকাবাসী। হঠাৎ এমন চুরির ঘটনায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছে।

মৃত হারুনুর রশিদের ছেলে লিটন হোসেন আবেগ তারিত হলে বলেন, সকালে নামাজ শেষ করে বাবার কবর জিয়ারত করতে গিয়ে দেখি কবর খোঁড়া। পরে জানা যায় একাধারে ৭টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। আমার বাবার কবর প্লাস্টিকের নেট দিয়ে বেড়া দেওয়া ছিলো। সেই নেট কেটে কবর থেকে বাবার কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা।

কবরস্থান কমিটির সহ সভাপতি নাজেম উদ্দিন জানান, এটা দুঃখজনক ঘটনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের কাছ থেকে তথ্য উপাত্ত নিয়ে গেছে। তারা ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বস্ত করেছেন। 

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, এমন অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ