উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মনি পাগলা (৩৫) নামের এক যুবক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরবাড়ি- বগুড়া মহাসড়কের উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা মোড়ে রাস্তা পার হতে গিয়ে সিএনজির সাথে ধাক্কা খেয়ে ওই যুবক মাটিতে লুটে পড়ে। এ সময় মাথায় ব্যাপক আঘাত পেয়ে গুরুতর আহত হয় মনি। পথচারিরা আহত মনিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উল্লাপাড়ার কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মনি উপজেলার সলঙ্গা থানার আলোকদিয়ার গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রউফ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মনির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।