উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেলের লরির নিচে চাপা পড়ে অটো ভ্যান চালক মহির উদ্দিন (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১ টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলা মোড়ে এ সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় গুরুতর আহত হয় ১ ভ্যানযাত্রী। নিহত মহির উপজেলার সদর ইউনিয়নের চালা গ্রামের মৃত দিল মোহাম্মদ খোকার ছেলে।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াদুদ হোসেন ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ সময় দুর্ঘটনায় কবলিত তেলের লরি ও অটোভ্যানকে জব্দ করেছে থানা প্রশাসন।