শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

রিপোটারের নাম : / ৩৩ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশের আয়োজনে ও উল্লাপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় বার্ষিক অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান মডেল থানা চত্বরে বার্ষিক অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার উদ্বোধন করেন।

এসময় অগ্নি নির্বাপণ মহড়ার নেতৃত্ব দেন স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোঃ আসাদুজ্জামান। মহড়ায় প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ড সংঘটিত হলে উদ্ধার কাজ ও অগ্নি নির্বাপণের নানান কৌশল প্রদর্শন করা হয়। এতে বাসাবাড়িতে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে সহজেই আগুন নিয়ন্ত্রণ করা যায় তা প্রদর্শনীতে দেখানো হয়।

অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ধরনের মহড়া আমাদের পুলিশের অগ্নি নির্বাপণে দক্ষতা বৃদ্ধি ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সহায়ক হবে। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে, তাই অগ্নিকাণ্ড সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে প্রতিটি পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণের প্রাথমিক ব্যবস্থা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ