যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা বলছেন, আগামীতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনের জন্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতার প্রায় ৭০ শতাংশ একত্রিত করেছে রাশিয়া।
নাম উল্লেখ না করেই মার্কিন কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি মাঠের অবস্থা হিমায়িত এবং শক্ত হয়ে যাবে। মস্কো আরও ভারী যন্ত্রপাতি নিয়ে যেতে সক্ষম হবে।
রাশিয়া বলছে, ইউক্রেন সীমান্তের কাছে তারা এক লাখের বেশি সৈন্য সমাবেশ ঘটিয়েছে।
ইউক্রেনে হামলার পরিকল্পনার বিষয়টি তারা বরাবরই নাকচ করে দিয়ে আসছে।
অবশ্য মার্কিন কর্মকর্তারা নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। তবে তারা বলছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এটি বলছেন। স্পর্শকাতর হওয়ায় ইস্যুটির ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তারা।
মার্কিন কর্মকর্তারা আরও বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ধরনের পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন কি না, সেটি তারা নিশ্চিতভাবে জানেন না। তাদের বিশ্বাস, সঙ্কট এখনো কূটনৈতিক উপায়ে সমাধান করা সম্ভব।
সূত্র: বিবিসি।