গ্রামের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এই উপলব্ধি থেকে প্রতিটি গ্রামে আধুনিক নগরের সুবিধা সম্প্রসারণে ‘আমার গ্রাম-আমার শহর’ কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ এপ্রিল) বিকেল পাঁচটায় হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে “আমার গ্রাম আমার শহর ” বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রবিউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কে,এম ইনজারুল হক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আরোও বক্তব্য রাখেন কে,এম রাজিবুল ইসলাম ডেপুটি ডাইরেক্ট, বাংলাদেশ ব্যাংক, অধ্যক্ষ রেজাউল করিম হেলাল, প্রধান শিক্ষক আঃ রাজ্জাক, ব্যাংকার শহীদুল ইসলাম, সহঃঅধ্যাপক ও সাংবাদিক জাকির সেলিম, রাসেল আহমেদ, আঃ আলীম,ইউপি সদস্য মহসীন,ইউপি সদস্য রাজিয়া প্রমুখ।
প্রধান অতিথি বলেন, কাউকে পেছনে ফেলে না রেখে টেকসই উন্নয়নের লক্ষ্যে আমার গ্রাম আমার শহর মাধ্যমে শহরের সব সুবিধা গ্রামে পৌঁছে দেয়ার জন্য সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করছেন। এ মেগা কর্মসূচির অধীনে সড়ক যোগাযোগ, ইন্টারনেট সংযোগসহ টেলি যোগাযোগ, স্বাস্থ্যকেন্দ্র, নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার মতো অনেক লক্ষ্য রাখা হয়েছে।