আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি :
পাবনার আটঘরিয়ায় একভয়াবহ অগ্নিকান্ডে কৃষক রবিউল ইসলাম ৮ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হারনর রশিদ।
ক্ষতি গ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দেবোত্তর ইউনিয়নের চাঁদপুর উত্তর পাড়া গ্রামের হাবিল খার ছেলে রবিউল ইসলামের বাড়িতে এদিন রাত সাড়ে এগারোটা দিকে
গোয়াল ঘরের কোয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় দুইটি ঘরে থাকা গরু, ছাগল, হাঁস মুরগী, পেয়াজ, রসুন, নগদ অর্থ সহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ভূষ্মিভূত হয়।
কৃষক রবিউল জানান, রাত সাড়ে এগারোটার দিকে গোয়াল ঘরের কোয়েল থেকে আগুন ধরে। এসময় নগদ ১০ হাজার টাকা, একটি শ্যালো মেশিন, একটি সাইকেল
একটি গরু, ৯ টি ছাগল, ৮০ মন পেয়াজ, ৬০ মন রসুন, হাঁস মুরগী সহ কাপড় চোপর পুড়ে ছাই হয়ে গেছে। আমার ৬ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে।