শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

আকাশে নিয়ন্ত্রণযোগ্য জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উ. কোরিয়া

রিপোটারের নাম : / ৩৮৯ ২৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

এবার জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ মহড়ার জবাবে একের পর এক অস্ত্র পরীক্ষা করে চলেছে দেশটি। এই মহড়াকে নিজের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে পিয়ংইয়ং। ফলে নিজের যুদ্ধপ্রস্তুতিও ঝালিয়ে নিচ্ছে কিম জং উনের দেশ। তারই অংশই হিসেবে সোমবার একসঙ্গে দুটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়। 

সিএনএনের খবরে জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের সমুদ্রে মিসাইল দুটি নিক্ষেপ করা হয়। সোমবার সকালে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেএসসি) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৮টার কিছু আগে উত্তর কোরিয়ার হোয়াংহাই প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্রগুলি নিক্ষেপ করা হয়। জেএসসি এই উৎক্ষেপণকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। জেএসসি আরও বলেছে, আমরা উত্তর কোরিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নিবিড় দৃষ্টি রাখব এবং যেকোনো উসকানিকে অপ্রতিরোধ্যভাবে জবাব দেওয়ার ক্ষমতার ভিত্তিতে দৃঢ় প্রস্তুতির বজায়ে রাখব।
উত্তর কোরিয়া সব সময়ই ওই অঞ্চলে সামরিক মহড়ার বিরোধিতা করে আসছে। এটিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আগ্রাসন বলেও অভিহিত করেছে কিম জং উন প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ